Google Alert – সেনাবাহিনী
এলাকাবাসী জানান, রবিবার (১৭ই আগস্ট) দুপুরে এলাকাবাসীরা স্থানীয় বারকি খালে মাছ ধরতে নামেন। দুপুর ২টার দিকে এক যুবক প্রথম কাদাপানির মধ্যে লোহার শক্ত বস্তু দেখতে পায়। যা দেখতে অনেকটা গ্রেনেড আকৃতির। পরে তারা একে একে ৬টি গ্রেনেড পান। এরপর স্থানীয় ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করেন।
বিকেল ৪টার দিকে গ্রেনেডগুলো উদ্ধার করে ছোটকুমিড়া তাবলিগ জামাত পরিচালিত মারকাজ মসজিদের পেছনে মাঠে একটি বালতির ভেতরে রাখা হয়।
পরে সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার উদ্যোগ নেন। প্রথমেই তারা গ্রামবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। এরপর সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে প্রথম গ্রেনেড নিস্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দ হয়। এরপর ৩৫ মিনিটের মধ্যে একে একে আরও ৫টি গ্রেনেড নিস্ক্রিয় করা হয়। তৃতীয় থেকে ৬ষ্ঠ গ্রেনেড নিস্ক্রিয় করার সময় বিকট শব্দের পাশাপাশি আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়।
ডিবিসি/এফএইচআর