বগুড়ার ধুনটে একরাতে চারটি ট্রান্সফরমার চুরি

Google Alert – ইউনূস

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় এক রাতে বৈদ্যুতিক চারটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি সেচযন্ত্রের ও তিনটি রাইস মিলের। গতকাল বৃহস্পতিবার রাতের কোন এক সময় উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাদুলী গ্রামের শফিকুল ইসলামের গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক সেচযন্ত্র ছিল। রাতে ওই মাঠ থেকে সেচযন্ত্রের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে দুর্বত্তরা। প্রায় এক বছর আগে একই স্থান থেকে শফিকুল ইসলামের আরো একটি ট্রান্সফরমার চুরি হয়।

এছাড়া একই এলাকায় পিরহাটী তালতলা-ধানঘরা সড়কের পাশে খাদুলী গ্রামে তাজিব হোসেনের রাইসমিল থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ওই দুই ব্যক্তির প্রায় তিন লাখ টাকারক্ষতি হয়েছে।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *