Google Alert – বাংলাদেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের লোগো পরিবর্তন করবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বাসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে সাক্ষাতের সময় সেখানে নতুন লোগোটি দেখা যায়। দেখা লোগোতে দাঁড়িপাল্লা, দোয়াত (কলম) এবং জাতীয় পতাকা সংমিশ্রিত ছিল। এরপর লোগো নিয়ে নানা আলোচনা শুরু হয়।
গোলাম পরওয়ার বলেন, ‘যে লোগোটা ওখানে সেট করা হয়েছিল, ওটা চূড়ান্ত লোগো নয়। আমাদের লোগো পরিবর্তন হবে। আমাদের নির্বাহী পরিষদে লোগো পরিবর্তন করে নতুন লোগো তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। ডিজাইনারদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। কয়েকটা ডিজাইন তারা আমাদেরকে দেখিয়েছে। কয়েকটা ডিজাইন নিয়ে আমরা একদফা বসেছি। জামায়াতের আমিরও ছিলেন। ছোটখাটো নানা ডিজাইনের ভিন্ন ভিন্ন মত আছে। কিছু এডিটিং হয়ে এটা সংশোধিত হবে আমরা আশা করি।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষামূলকভাবে যে কযেকটা লোগো নিয়ে আমাদের কাজ চলছে সেদিন তারই একটা ওই হলে যখন কেউ ডেকোরেশন করছিল চট করে সেটা দেখার জন্য ওখানে সেট করে দিয়েছে। এটা আলটিমেটলি আমাদের অফিশিয়াল চূড়ান্ত কোনো লোগো নয়। খুব তাড়াতাড়ি আমরা লোগোটা একটু এডিট করে নতুন রূপে চূড়ান্ত করব এবং আমরা কেন নতুন লোগো তৈরি করলাম তার ব্যাখ্যা গণমাধ্যমকে জানাব।’
উল্লেখ্য, ১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে মুসলিম ধর্মতাত্ত্বিক আবুল আলা মওদুদীর নেতৃত্বে জামায়াত-ই-ইসলামী প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে দলটি দুটি সংগঠনে বিভক্ত হয়। জামায়াত-ই-ইসলামী পাকিস্তান ও জামায়াত-ই-ইসলামী হিন্দ।
তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলাদেশে যে জামায়াত রাজনীতি করছে, সেটি পাকিস্তান জামায়াতের শাখা নয়। জামায়াতের ওয়েবসাইটে দলের পরিচিতিতে লেখা হয়েছে: ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে। সূচনা লগ্ন থেকে জামায়াতে ইসলামী আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে আল্লাহ প্রদত্ত, রাসুল (সা.) প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে যাচ্ছে।’ যদিও দলটি কত সালে কোথায় কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, সে বিষয়ে কিছু উল্লেখ নেই।
(ঢাকাটাইমস/১ অক্টোবর/আরজেড)
