Jamuna Television
বনানীর আল-আমিন ফার্মেসি থেকে ৩৬ ধরনের নিবন্ধনবিহীন ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদফতর। সোমবার (১৮ আগস্ট) সকালে এ অভিযান চালানো হয়।
জব্দ করা ওষুধের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক ও হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ। এগুলোর আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকার বেশি। সবগুলো ওষুধই বিদেশ থেকে লাগেজে করে আনা হয়েছে।
কর্মকর্তারা জানান, এই ফার্মেসির কোনো ড্রাগ লাইসেন্স নেই। জরিমানা করা না হলেও কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে ঔষধ প্রশাসন অধিদফতর।
/এসআইএন