বন্যায় নদী হয়ে গেছে বেইজিংয়ের রাস্তা!

Google Alert – পার্বত্য অঞ্চল

চীনের রাজধানী বেইজিং ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টানা ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় শহরের রাস্তাগুলো রীতিমতো নদীতে পরিণত হয়েছে। পানিতে থইথই করছে প্রধান সড়কগুলো। যানবাহন চলছে ধীরগতিতে, কোথাও কোথাও চলাচল একেবারে বন্ধ। সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত বেইজিংয়ের বেশির ভাগ জেলায় মাত্র ছয় ঘণ্টায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় এই পরিমাণ দাঁড়িয়েছিল ৫৪৩ দশমিক ৪ মিলিমিটার পর্যন্ত। আকস্মিক এ বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই বৃষ্টি ও বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেইজিংয়ের মিয়ুন জেলা। স্থানীয় সময় সোমবার মধ্যরাত পর্যন্ত এ জেলাতেই প্রাণ হারায় ২৮ জন। ইয়ানচিং জেলায় মারা গেছেন আরও দুজন। বেইজিংয়ের শহরতলির এই দুই এলাকাই শহরের কেন্দ্র থেকে অনেকটা দূরে। এছাড়া, রাজধানী সংলগ্ন হেবেই প্রদেশের একটি পার্বত্য এলাকায় ভূমিধসে মারা গেছেন আরও ৪ জন। সেখানে এখনো নিখোঁজ রয়েছেন ৮ জন। প্রশাসনিক তথ্যানুসারে, এই প্রাকৃতিক দৃর্যোগের ফলে শহরের ৩১টি সড়ক ক্ষতিগ্রস্ত এবং ১৩৬টি গ্রামে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। প্রচণ্ড এই দুর্যোগের মধ্যে চীনের কেন্দ্রীয় সরকার জরুরি তহবিল হিসাবে হেবেই প্রদেশকে ৫ কোটি ইউয়ান (প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা দিয়েছে এবং উচ্চপর্যায়ের উদ্ধারকারী দল পাঠিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *