Google Alert – পার্বত্য অঞ্চল
পার্বত্য চট্টগ্রাম ও সারাদেশে বন ধ্বংসের জন্য মূল দায় বনবিভাগেরই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার (২ আগস্ট) সকালে রাঙামাটি জিমনেশিয়াম প্রাঙ্গণে আয়োজিত ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পার্বত্য উপদেষ্টা বলেন, ‘যেসব গাছ প্রকৃতির ও অর্থনীতির জন্য প্রয়োজন, সেগুলো না বুঝে রোপণ বা বন্ধ করার সিদ্ধান্ত ঠিক নয়। বনবিভাগ কালকে জুমচাষ বন্ধের দাবিও তুলে বসতে পারে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘আদিকাল থেকে পাহাড়ে বসবাসরত মানুষ প্রকৃতির সাথেই বাস করে, পাহাড়ধস হয় না তাদের বাড়িতে। প্রকৃতিকে যারা বোঝে না, তারাই এই দুর্যোগের শিকার হয়।’
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ।
উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সিভিল সার্জন নুয়েন খীসা প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।