বরকলে পিসিপি’র কাউন্সিল: জুম্মদের অস্তিত্ব রক্ষায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহ্বান

Hill Voice on Facebook

বরকলে পিসিপি’র কাউন্সিল: জুম্মদের অস্তিত্ব রক্ষায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহ্বান

হিল ভয়েস, ১৪ অক্টোবর ২০২৪, রাঙ্গামাটি: আজ ১৪ সেপ্টেম্বর ২০২৪, সোমবার “পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে ছাত্র সমাজ অধিকতর সামিল হউন” শ্লোগানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), বরকল শাখার ২২তম শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা এবং সাবেক ছাত্র নেতা দেবপ্রিয় চাকমা। সভায় মিন্টু চাকমার সভাপতিত্বে সঞ্চালনা করেন ইলেন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদ, বরকল থানা শাখার সদস্য মহেন্দ্র চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুমেন চাকমা বলেন, জুম্ম জাতীয়তাবাদের ভিত্তিতে মানবেন্দ্র নারায়ণ লারমা জুম্ম জনগণকে একত্রিত করে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছিলেন। এই সংগ্রামে ছাত্র সমাজ সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিলেন তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ১৯৯৭ সালে ২ ডিসেম্বর সরকারকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করতে বাধ্য করে। দীর্ঘ ২৭ বছরেও বাংলাদেশ সরকার চুক্তি বাস্তবায়ন করেনি, বরং সরকার আরও পাহাড়ী আদিবাসীদের অতীতের দিকে ধাবিত করতে বাধ্য করছে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্মদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এই অবস্থায় একজন ছাত্র নিরব ভূমিকা পালন করতে পারে না। পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে ছাত্র সমাজকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, সরকার চুক্তি বাস্তবায়ন করবে না। তাই তরুণ ছাত্রদের অধিকতর আন্দোলনে সামিল হওয়ার লক্ষ্যে প্রস্তুত থাকতে হবে।

বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে অতিথি সুমন চাকমা বলেন, পাহাড়ে আগের মতো এখনও সেনাশাসন চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রামে যে সকল সমস্যা আছে তা নিরসনের লক্ষ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণে আজ পাহাড়ের যে করুন অবস্থা তৈরি হয়েছে তা দিবালোকের মতো পরিষ্কার। শাসকগোষ্ঠী পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন দল উপদল তৈরি করে পাহাড়ে ভাগ কর, শাসন কর নীতি প্রয়োগ করে চলেছে। তাই বর্তমান ছাত্র সমাজ ভুল পথে না হেঁটে সঠিক আদর্শিক লড়াই সংগ্রামে সামিল হয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে।

সাবেক ছাত্র নেতা দেবপ্রিয় চাকমা বলেন, বর্তমান ছাত্র সমাজকে লেখাপড়ার পাশাপাশি জাতির জন্য কাজ করা প্রয়োজন। তিনি পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতি বিবেচনায় বাস্তবমুখী বাস্তবতার নিরিখে আত্মমুখী প্রস্তুতি নেয়ার আহবান জানান।

আলোচনা সভা শেষ পর্যায়ে মিন্টু চাকমাকে সভাপতি, ইলেন চাকমাকে সাধারণ সম্পাদক ও মহেন্দ্র চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে একটি নতুন কমিটি গঠন করা হয় এবং নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় সদস্য সুমন চাকমা। রিন্টু চাকমাকে সভাপতি, রিনেল চাকমাকে সাধারণ সম্পাদক ও হৃদয় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত পিসিপি’র বরকল রাগীব রাবেয়া কলেজ শাখার ১ম কমিটিকে শপথ বাক্য পাঠ করান বরকল থানা শাখার সহ সভাপতি ইলেন চাকমা।
https://hillvoice.net/en/bn/2024/10/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2/

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *