বরিশালে দুই মাদক পাচারকারী আটক

Bangladesh Pratidin | Highest Circulated Newspaper

২৮ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৩০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল নগরী থেকে পৃথক অভিযানে দুই বাস থেকে বিপুল পরিমান ইয়াবা ও ১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। শনিবার দুপুরে এ অভিযান করা হয় বলে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। 

আটককৃতরা হলো- পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ট্যাংরাখালী গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে জামাল বেপারী (৪১) ও সাতক্ষীরার কাথন্দা গ্রামের মোড়ল পাড়া এলাকার এবায়দুল মোড়লের ছেলে জাহিদ হোসেন (৩২)।

সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল নগরীর দপদপিয়া সেতুর টোল প্লাজায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে আসা পরিবহনের বাস থেকে তিন হাজার ৮০০ পিস ইয়াবাসহ জামাল বেপারীকে আটক করেন। বিকেলে একই স্থানে সাতক্ষীরা থেকে আসা পরিবহনের বাস থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ জাহিদকে আটক করেন। পৃথক দুই অভিযানের ঘটনায় কোতয়ালী মডেল থানায় পৃথক দুই মামলা করেছেন।

বিডি প্রতিদিন/এএম

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *