বাঁশখালীতে এনসিপির পদযাত্রার প্রচারণায় হামলার অভিযোগ

Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার প্রচারণার গাড়িতে হামলা ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে একজন এনসিপি সংগঠক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে বলে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে।

এনসিপির চট্টগ্রাম জেলা সংগঠক মো. রাফসান জানি সারাবাংলাকে জানিয়েছেন, জুলাই পদযাত্রার মাইকিং করার সময় ট্রাকে হামলা করা হয়েছে। হামলাকারীরা ট্রাকের সামনে থেকে ব্যানার খুলে নিয়ে সেটাতে আগুন ধরিয়ে দেয়। হামলায় এনসিপির বাঁশখালী উপজেলার সংগঠক তানভীর কাদের শিকদার আহত হয়েছেন।

রাফসানের অভিযোগ, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত।

জানতে চাইলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘হামলার কথা শুনেছি। কিন্তু এখনো পর্যন্ত সত্যতা পাইনি। আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় বিএনপির কোনো নেতার বক্তব্য জানতে পারেনি সারাবাংলা।

উল্লেখ্য, কক্সবাজারে এনসিপির পদযাত্রার সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী ও পটিয়া উপজেলায় বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

দেশব্যাপী চলমান ‘জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে চট্টগ্রাম নগরীতে রোববার (২০ জুলাই) বিকেলে এ কর্মসূচি পালন করবে এনসিপি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *