বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

Google Alert – বাংলাদেশ

বাংলাদেশে বাজেট সহায়তা, রেলের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১০৬ কোটি ৩০ লাখ ডলার দেবে জাপান।


শুক্রবার প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেছেন, মোট সহায়তার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন ঋণ হিসেবে ৪১ কোটি ৮০ লাখ ডলার দেবে জাপান।


আর জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়াল গেজ ডাবল লাইনে উন্নত করতে ৬৪ কোটি ১০ লাখ ডলার পাওয়া যাবে।


এছাড়া বৃত্তি বাবদ ৪২ লাখ ডলার অনুদানও দিবে দেশটি।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাপান সফরের তৃতীয় দিন শুক্রবার এই চুক্তিপত্র বিনিময় হয়।

এদিকে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।


টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।


বৈঠকের পর দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা ও গভীরভাবে আলোচনা করেছেন।


জাপান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে বিশেষ করে মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগসহ (এমআইডিআই) বঙ্গোপসাগরীয় শিল্প বৃদ্ধি বেল্ট (বিআইজি-বি) উদ্যোগের আওতাধীন প্রকল্পগুলোর জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহাম্মদ ইউনূস।

উভয় পক্ষ অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু পরিবর্তনের সহনশীলতা জোরদার করার জন্য উন্নয়ন নীতি ঋণের জন্য নোট বিনিময় স্বাক্ষর এবং জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনের মধ্যে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের জন্য ঋণ স্বাক্ষরকে স্বাগত জানায়।

এছাড়া বাংলাদেশে জাপানি বিনিয়োগ উৎসাহিত করার জন্য বিডা’তে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেম, প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারিচালিত সাইকেলের জন্য কারখানা স্থাপন, তথ্য সুরক্ষার জন্য একটি পাইলট প্রকল্প চালু এবং বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) এর সাথে ভূমি চুক্তিসহ সমঝোতা স্মারক (এমওইউ) এবং সহযোগিতা স্মারক (এমওসি) স্বাক্ষরকেও স্বাগত জানায় দুই পক্ষ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *