বাংলাদেশি তরুণ-তরুণীকে ফেরত দিল বিএসএফ

Bangla News

হবিগঞ্জ: ভারতে অনুপ্রবেশ করে আটক হওয়া বাংলাদেশি তরুণ-তরুণীকে ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।


বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।


আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিনন্দ দাশের ছেলে মৃদুল দাস (১৯) ও অর্জুন দাসের মেয়ে রিমু দাস (২৫)। তাদের সঙ্গে দুইটি শিশুও ছিল।


বিজিবি জানায়, ওই তরুণ-তরুণী গত মঙ্গলবার গভীর রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধর্মঘর সীমান্তের মোহনপুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। ভারতের অভ্যন্তরে যাওয়ার পর সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে।


পরে বুধবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার আবদুর রউফ ও বিএসএফ ক্যাম্পের এসআই প্রভিন কুমারের নেতৃত্বে দুই বাহিনীর পতাকা বৈঠক হয়।


বৈঠক শেষে বিএসএফ আটক দুইজনকে বিজিবির কাছে হস্তান্তর করে বলে ২৫-বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন। তিনি বলেন, মাধবপুর থানায় মামলা দায়েরের পর আটক দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।


মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, আটক দুইজনের সঙ্গে থাকা একটি শিশুকে তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। অপর শিশু মায়ের সঙ্গে কারাগারে থাকবে।


বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *