বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের

Google Alert – BD Army

সারা বিশ্বে বৃহস্পতিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশের শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেছে।

বৃহস্পতিবার (২৯ মে) ইইউ’র ঢাকা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘১৯৮৮ সাল থেকে বাংলাদেশি শান্তিরক্ষীরা সারা বিশ্বের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

এতে বলা হয়, ইইউ জাতিসংঘ ও আন্তর্জাতিক নিয়ম-নীতি মেনে চলা বিশ্বব্যবস্থার দৃঢ় সমর্থক।

বিবৃতিতে বলা হয়, ‘এই আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে আমরা তাদের কাজের স্বীকৃতি জানাই। যারা সংঘাত বন্ধ করে জীবন বাঁচাচ্ছেন। আমাদের নিরাপদ রাখছেন এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছেন।’

শান্তিরক্ষীদের ত্যাগ ও সেবাকে সম্মান জানাতে, বাংলাদেশসহ অনেক দেশ আজ এই দিনটি গৌরব ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০২ সালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস প্রতিষ্ঠা করে। সেই থেকে দিনটি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সব নারী ও পুরুষকে শ্রদ্ধা জানাতে পালিত হয়। দিবসটি জীবন উৎসর্গ করা শান্তিরক্ষীদের স্মৃতিও অম্লান রাখে।

জাতিসংঘ শান্তিরক্ষা অফিস জানিয়েছে, ২০২৫ সালের দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘শান্তিরক্ষার ভবিষ্যৎ’।

জাতিসংঘের তথ্যমতে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য প্রেরণে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম অবদানকারী দেশ এবং বর্তমানে ৫৬০০ এর বেশি সদস্য নিয়োজিত আছেন যার মধ্যে ৪৪৭ জন নারী। তারা আবায়ি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লেবানন ও দক্ষিণ সুদানসহ বিভিন্ন অঞ্চলে কর্মরত আছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *