‘বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল’

Google Alert – বাংলাদেশ

২০২৩ ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ-ভারত ম্যাচ উত্তেজনা ছড়িয়েছিল বেশ। সে ম্যাচে মাঠের মধ্যেই বিবাদে জড়িয়েছিলেন বাংলাদেশের সৌম্য সরকার এবং ভারতের হার্ষিত রানা। সে ম্যাচে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার অনেক গালাগালি করেছেন বলে অভিযোগ তুলেছেন এই ভারতীয় ক্রিকেটার।

কলম্বোয় ওয়ানডে সংস্করণের ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে আগে ব্যাটিং করা ভারত ‘এ’ দল ২১১ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ এ দল একপর্যায়ে বিনা উইকেটে ৭০ রান তোলে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছিল ৫১ রানে।


সম্প্রতি এই ম্যাচ নিয়ে আলোচিত ইউটিউব পডকাস্টার রণবীরের সঙ্গে কথা বলেছেন হার্ষিত। সেখানে তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ ম্যাচে সব সময় লড়াই হয়। সেদিন আমরা আগে ব্যাটিং করেছিলাম। ১৬০ (২১১ রান) এর আশেপাশে অলআউট হয়ে যাই। ব্যাটিংয়ের সময় ওরা আমাদের অনেক গালি দিয়েছে। ইয়াশ ধুল ও আমি যখন ব্যাটিং করছিলাম, প্রচুর গালি শুনেছি। আউট হয়ে বাইরে গিয়ে আমরা মাঠের গালি নিয়ে আলোচনা করছিলাম।’

বিশেষ করে সৌম্য সরকারের ওপর ক্ষোভ ঝেরেছেন হার্ষিত, ‘আমরা সবাই অনূর্ধ্ব-২৩ ক্রিকেট খেলতে গিয়েছি। সে (সৌম্য) ছিল আন্তর্জাতিক ক্রিকেটার। যা হয়েছে তার সঙ্গে সে যুক্ত ছিল। ভিডিওটা দেখলে বুঝবেন, আমি নিজের মতো উল্লাস করছিলাম। সে (সৌম্য) আমাকে কিছু বলেছে এবং সেখান থেকেই কথা-কাটাকাটি শুরু হয়। ওদের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল। এরপর ওদের অনেক ব্যাটসম্যানও গালি হজম করেছে। শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতেছিলাম।’ সে ম্যাচে বাংলাদেশের একাদশে একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে খেলেছিলেন রাকিবুল হাসান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *