‌‘বাংলাদেশের ছাত্র বিপ্লব: নো ভ্যাট অন এডুকেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বই প্রকাশ

Samakal | Rss Feed


‌‘বাংলাদেশের ছাত্র বিপ্লব: নো ভ্যাট অন এডুকেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বই প্রকাশ

বইমেলা

অনলাইন ডেস্ক

2025-09-26

বাংলাদেশের ছাত্র ও শিক্ষকদের ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত ৬টি জাতীয় আন্দোলন নিয়ে প্রকাশিত হয়েছে ‘বাংলাদেশের ছাত্র বিপ্লব: নো ভ্যাট অন এডুকেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ বইটি। ব্রাইট ফিউচার পাবলিকেশন ৩৮/২ বাংলা বাজার থেকে বইটি প্রকাশিত হয়েছে। ৭১২ পৃষ্ঠার আর্ট পেপারে বইটির দাম ২০০০ টাকা।

মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের গবেষণা ও সার্বিক সহযোগিতায় বইটি পাওয়া যাচ্ছে ব্রাইট ফিউচার পাবলিকেশনে ০১৫৭৭৩৭০৪০১ ও ০১৯৭৯৮৮১১৩৩। তা ছাড়া অনলাইন প্লাটফর্ম রকমারি ডটকম ও খাতাপেন্সিল ডটকমে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র (প্রধান সমন্বয়ক) ফারুক আহমাদ আরিফ লিখিত ও সম্পাদিত বইটিতে স্থান পেয়েছে দেশের ইতিহাসে মোড় ঘুরানো ৬টি জাতীয় আন্দোলন। 

আন্দোলনগুলোর মধ্যে রয়েছে ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর  ভ্যাট আরোপের প্রতিবাদে 'নো ভ্যাট অন এডুকেশন', ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 'বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ: পরিষদ' এর নেতৃত্বে কোটাসংস্কার আন্দোলন, ২০১৮ সালের আগস্টে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০২৪ সালে কোটা বাতিলের দাবিতে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'। তা ছাড়া ২০১৫ সালে স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে ও ২০২৪ সালে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের দুটি আন্দোলন। দেশের ইতিহাসে এ ৬টি আন্দোলন সম্প্রতি বিজয়ী হওয়া অন্যতম আন্দোলন। এসব আন্দোলনগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছিল। সেইসঙ্গে দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেছে। বইটিতে এসব আন্দোলন নিয়ে গণমাধ্যমের সংবাদ, কলাম, সাক্ষাৎকার, আন্দোলন পরিচালনাকারীসহ বিভিন্নজনের স্মৃতিচারণ, তৎকালীন মন্ত্রী ও বর্তমান উপদেষ্টাদের সাক্ষাৎকারসহ নানা আঙ্গিক যুক্ত হয়েছে। বইটি ছাত্র ও শিক্ষক আন্দোলনের সঙ্গে দেশের সাধারণ মানুষের অংশগ্রহণসহ অন্যান্য বিশাল চিত্রপট তুলে ধরা হয়েছে।

এ ব্যাপারে বইটির প্রধান সম্পাদক অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, আমাদের দেশে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন হয়েছে। সঠিক সময়ে না লেখার কারণে এসবের অনেক ইতিহাস হারিয়ে গেছে। সে বিষয়টি সামনে রেখে ছাত্র-শিক্ষকদের ৬টি আন্দোলন নিয়ে বইটি লেখা ও সম্পাদনা করা হয়েছে। আমরা প্রত্যাশা করি বইটি সকলের সঠিক তথ্য পেতে সহযোগিতা করবে।

বইটির সহ-লেখক ফারুক আহমাদ আরিফ বলেন, বইটিতে বাংলাদেশের ছাত্র বিপ্লব: নো ভ্যাট অন এডুকেশন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ৬টি আন্দোলনের জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ, ছবি, কলাম, সাক্ষাৎকার স্থান পেয়েছে। এসব ছাত্র, শিক্ষক আন্দোলনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণ এবং দেশের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতার চিত্র উঠে এসেছে। বইটিতে রয়েছে দেশের সকল পর্যায়ের মানুষের সম্পৃক্ততার জলন্ত উদাহরণ। তাই আমরা আশাকরি প্রত্যেক ব্যক্তি ও পরিবার বইটি থেকে উপকৃত হবে।

© Samakal

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *