বাংলাদেশের জনগণ ও ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

Jamuna Television

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৩১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ঈদুল ফিতরের আনন্দঘন উৎসব উপলক্ষে আপনাকে (ড. মুহাম্মদ ইউনূস) এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মতো ২০ কোটি ভারতীয় মুসলমানও সংযম, উপবাস ও প্রার্থনার মাধ্যমে রমজান মাস অতিবাহিত করেছেন।

তিনি আরও বলেন, ঈদুল ফিতর শুধুমাত্র একটি আনন্দের উৎসব নয়, এটি এক গভীর উপলব্ধি, কৃতজ্ঞতা ও সংহতির প্রতীক। এটি আমাদের মধ্যে সহমর্মিতা, উদারতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধকে আরও শক্তিশালী করে। এই শুভ দিনে আমরা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের প্রার্থনা করি। আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক এই কামনাও করি।

/আরএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *