বাংলাদেশের জুম্ম জনগণের জন্য ন্যায়বিচারের দাবিতে প্যারিসে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

CHT NEWS


ডেস্ক রিপোর্ট, সিএইচটি নিউজ
সোমবার, ১ জুন ২০২৫

বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের
উপর চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ও ন্যায়বিচারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল
টাওয়ারের পাদদেশে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে জুম্ম প্রবাসী ও অধিকারকর্মীরা।
গতকাল ১ জুন ২০২৫ লা ভোয়া দে জুম্ম (জুম্মদের কণ্ঠ) এই কর্মসূচির আয়োজন করে।  

সমাবেশের প্রধান অতিথি ও প্রধান বক্তা
ছিলেন বাংলাদেশের মানবাধিকার কর্মী, যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল
এন্টি রেসিজম চ‍্যাম্পিয়ন এওয়ার্ড প্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম চাকমা সার্কেলের
উপদেষ্টা রানী ইয়ান ইয়ান। সমাবেশটি সঞ্চালনা করেন লা ভোয়া দে জুম্ম এর কার্যকরী
কমিটির সদস‍্য সমাপ্তি চাকমা ও সাধারণ সম্পাদক পার্থ দেওয়ান ।

সমাবেশটি লা ভোয়া দে জুম্মর সভাপতি রেমি
চাকমার শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হয়। এতে স্মরণীকা চাকমা কবিতা পাঠ করেন এবং
শিশু শিল্পী হৃদ্যতা দেওয়ান ভুলং সহ শায়েরী, সমাপ্তি ও সৃজনী জুম্ম নৃত্য পরিবেশন
করেন।

সমাবেশে রানী ইয়ান ইয়ান ছাড়াও আরো
বক্তব্য প্রদান করেন মেকসুয়েল চাকমা, ড. মৃনাল চাকমাসহ অনেকে।

সমাবেশে সম্প্রতি বান্দরবানের থানচিতে ঘটে
যাওয়া চিংমা খিয়াং-এর সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ড, বমদের মিথ্যা মামলায়
অন্যায়ভাবে জেলে বন্দী রাখা, ভূমি রক্ষা আন্দোলনের নেতাদের গ্রেফতার, জুম্মদের উচ্ছেদ
এবং সামরিক নিপীড়নের মতো একাধিক ঘটনা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, ২০২৪ সালের আগস্টে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সকল নাগরিকের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেও
বাস্তবে জুম্ম জনগণ এখনো নির্যাতন, দখল ও বৈষম্যের শিকার।

সমাবেশ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়,
বিশেষ করে ফ্রান্স সরকার ও জাতিসংঘের প্রতি পার্বত্য চট্টগ্রামে জুম্মদের
ন্যায়বিচারের স্বার্থে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।

সমাবেশে আয়োজকরা আন্তর্জাতিক
সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম এক অনন্য প্রাকৃতিক ও
সাংস্কৃতিক এলাকা, যা সঠিকভাবে সংরক্ষণ করা হলে, এটি শান্তিপূর্ণ সহাবস্থান ও
জীববৈচিত্র্যের মডেল হতে পারে।

সমাবেশ থেকে অবিলম্বে আটক বমদের মুক্তি
প্রদান; চিংমা খিয়াং-এর সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত
করে দোষীদের শাস্তি প্রদান নিশ্চিত করা; পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন; “অপারেশন
উত্তরণ” বন্ধ করে বেসামরিক শাসন পুনঃপ্রতিষ্ঠা; দখলকৃত জমি ফেরত দেওয়া ও ভূমি
বিরোধ নিষ্পত্তি; জাতিসংঘের নেতৃত্বে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য কর্তৃক সংঘটিত
মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত সেনাদের শান্তিরক্ষা মিশনে
অংশগ্রহণ বন্ধ করা; জুম্ম জনগণকে “আদিবাসী” হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান; সকল
মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধীর বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও কঠোর বিচার নিশ্চিত করা এবং
জুম্ম নারী ও শিশুদের জন্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি
জানানো হয়।

ফেসবুক পেইজে লা ভোয়া দে জুম্ম-এর
মুখপাত্র বাপ্পি চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। La
 Voix des Jummas ফেসবুক পেইজে
প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *