বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

Google Alert – বাংলাদেশ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্ব অর্থনীতিতে মন্দা অবস্থা বিরাজ করলেও ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে একটি বাণিজ্য চুক্তির আগ্রহ প্রকাশ করেছেন।

শনিবার (২৬ জুলাই) ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাজিলের এই আগ্রহের কথা জানান। এর আগে বাংলাদেশের রাষ্ট্রদূত গত বুধবার গ্যাব্রিয়েল গালিপোলোর সাথে প্রথমবার আনুষ্ঠানিক বৈঠক করেন।

রাষ্ট্রদূত জানান, দু’দেশের মধ্যে বর্তমান বার্ষিক বাণিজ্যের পরিমাণ চার বিলিয়ন ডলার অতিক্রম করেছে। সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের উভয় দেশের ওপর আরোপিতব্য উচ্চ ট্যারিফের কারণে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতার যুক্তিসমূহ রাষ্ট্রদূত বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি উভয় দেশের পারস্পরিক আরোপিত ট্যারিফ কমিয়ে আনা, ব্যাংকে এলসি খোলার সমস্যা সমাধানসহ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তির রূপরেখা প্রণয়নে একটি ধারনাপত্র উপস্থাপন করেন।

এ প্রেক্ষিতে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল শিগগিরই ব্রাজিলের পক্ষ থেকে বাংলাদেশকে একটি বাণিজ্য চুক্তির সমঝোতা স্মারকের খসড়া পাঠাবেন বলে জানান। সবকিছু ঠিক থাকলে এ বছর ঢাকায় অনুষ্ঠেয় ব্রাজিল-বাংলাদেশ বাৎসরিক দ্বি-পক্ষীয় বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সুযোগ। বিশ্বব্যাপী বাণিজ্য সংকোচনের প্রেক্ষাপটে এলডিসি পরবর্তী বাংলাদেশের বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের এগিয়ে আসা দেশের অর্থনীতির জন্য একটি অনন্যসাধারণ সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *