বাংলাদেশে পোশাক কারখানা করবে হানডা

Google Alert – ইউনূস

বাংলাদেশে হংকংভিত্তিক টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি হানডা ইন্ডাস্ট্রিজ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৫ কোটি ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

– Advertisement –

মঙ্গলবার (২৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন।

– Advertisement –google news follower

হানডা বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে। দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডাইং ইউনিট। যা থেকে ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

হান চুন বলেন, বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ), ভেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) এবং বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ)-এর সঙ্গে বৈঠকে আমরা আস্থা পেয়েছি, সে কারণেই আমরা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশে গার্মেন্টস ও টেক্সটাইল খাতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।

– Advertisement –islamibank

হান চুন প্রধান উপদেষ্টার কাছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপিতব্য তাদের কারখানার ডিজাইন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা বলেন, এটা যেন একটা সুন্দর ছবি—আমার কাছে শিল্পকর্মের মতো মনে হয়েছে।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি বুধবার সই হবে। দ্বিতীয় ধাপের জন্য জমি বরাদ্দ ও অন্যান্য সুযোগ-সুবিধার কাজ চলমান রয়েছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

জেএন/এমআর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *