বাংলাদেশে যতো সংস্কার হয়েছে, বিএনপির হাত ধরে হয়েছে: সালাহউদ্দিন আহমদ

Google Alert – বাংলাদেশ

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন– বাংলাদেশে যতো সংস্কার হয়েছে, তা বিএনপির হাত ধরে হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুভেচ্ছা গ্রহণ শেষে তিনি এ কথা বলেন। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে শুভেচ্ছা জানায় এনসিপি।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবে। তারপরও সৌন্দর্যমূলক আলোচনা চালু রাখতে হবে। এই রাজনৈতিক সংস্কৃতি দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি চালু করার মধ্যে দিয়ে বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করা সম্ভব। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাল রাজনেতিক সংস্কৃতি দিয়ে ফ্যাসিবাদি রাজনীতি বিলোপ ঘটাতে হবে।

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ এবং পরে সুপ্রিম কোর্টের চেম্বার বিভাগ হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করা প্রসঙ্গে এনসিপি নেতা সামান্তা শারমিন বলেন, সর্বোচ্চ আদালত ব্যবহার করে রাজনীতিতে প্রভাব খাটাতে গেলে তা কোনো দল মেনে নেবে না।

/এএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed