বাংলাদেশ নিয়ে ভারত ও লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ নিয়ে ভারত ও লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, যারা হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা সেভ হাউজ অব টেরোরিস্ট।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দলটির ৯ম দিনের পদযাত্রায় মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সমাবেশে এসব কথা বলেন।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পদযাত্রায় দুপুরের পর থেকেই ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে হাজির হয় নানা শ্রেণী-পেশার মানুষ। ছোট ছোট মিছিলে মিছিলে বিকেল হতেই জনসমুদ্রে পরিণত হয় শহর। সন্ধ্যা ৭টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্যান্ট থেকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রাটি শেষ হয় শহরের পায়রা চত্বরে।

এসময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী গত ২৫ বছরে ১২’শর বেশি সীমান্ত হত্যা করেছে। বিএসএফ একটি খুনি ও মানবতাবিরোধী বাহিনীতে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ।

সমাবেশে দলটির সংগঠক আক্তার হোসেন, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঝিনাইদহ সমাবেশ শেষে শৈলকুপা ও হরিণাকুন্ডুতে নিহত সাব্বির ও রাকিবের কবর জিয়ারত করেন তারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *