Google Alert – বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলতে চলতি মাসের ২৬ তারিখ বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দলটি। এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজ সামনে রেখে আগামী ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ। এই সিরিজ ও এশিয়া কাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে, ২৬ আগস্ট বাংলাদেশে পা রেখে একদিন বিশ্রাম করবে সফরকারীরা। এরপর ২৮ ও ২৯ আগস্ট সিলেটে অনুশীলন করে মূল লড়াইয়ে নামবে ডাচ দল। কথা ছিল আগস্টে বাংলাদেশে আসবে ভারত। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে এই সফর স্থগিত করেছে তারা। এই সময়টা কাজে লাগাতে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ সূচি : ৩০ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, ১ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, ৩ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *