বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন

চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে বুধবার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বুধবার ১ অক্টোবর আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার, টার্কিশ এয়ার ফোর্সের এর আমন্ত্রণে ১ থেকে ৫ অক্টোবর তুরস্ক সফর করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার, টার্কিশ এয়ার ফোর্স, তুরস্ক  প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। এছাড়াও, বিমান বাহিনী প্রধান টার্কিশ অ্যারোস্পেস ইণ্ডাস্ট্রিজসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলেও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *