Google Alert – আর্মি
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, এই মহড়া দুই দেশের প্রতিশ্রুতিশীল সহযোগিতার একটি প্রতীক, যা বঙ্গোপসাগর ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় উভয় দেশের অভিন্ন লক্ষ্যকে ধারণ করে।
তিনি আরও বলেন, এই মহড়ার মাধ্যমে মার্কিন সেনারা বিশ্বে শান্তিরক্ষায় অসাধারণ দক্ষতার জন্য খ্যাত বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন।
মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ সবসময় জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে থাকে এবং মানের দিক থেকে শীর্ষস্থান অধিকার করে। এই সকল মিশনে বাংলাদেশের ১৮০০ জন নারী সেনাসদস্যও কর্মরত আছেন। ‘টাইগার লাইটনিং’ একটি ধারাবাহিক মহড়ার অংশ। বর্তমানে নৌবাহিনীর স্পেশাল ফোর্সের সাথে ‘টাইগার শার্ক’ এবং এ বছরের শেষে বিমানবাহিনীর সাথে ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়া অনুষ্ঠিত হবে।
ডিবিসি/ এএমটি