বাংলাদেশ সফরেও অনিশ্চিত শামার জোসেফ

Google Alert – বাংলাদেশ


অক্টোবর ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তবে চোটের কারণে ভারত সফরে খেলা হচ্ছে না শামার জোসেফের। ভারতের পাশাপাশি বাংলাদেশ সফর নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা।

বাংলাদেশে আসার আগে শামার জোসেফের চোটের পরিস্থিতি আবারও মূল্যায়ন করবে তারা। টুইট করে ডানহাতি পেসারের ছিটকে যাওয়ার কথা জানালেও কী ধরনের চোটে ভুগছেন সেটা নিয়ে বিস্তারিত জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড। এমনকি কত দিনের জন্য ছিটকে গেছেন সেটাও এখনো নিশ্চিত নয়। নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমান সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ।

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিরিজ শেষ করে ভারতকে টেস্ট খেলতে নামবে ক্যারিবীয়রা। দুই টেস্টের সিরিজ খেলে বাংলাদেশে আসবে তারা। পরবর্তীতে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ব্যস্ত সূচির কারণে নিশ্চিতভাবেই শামার জোসেফকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে দেশটির ক্রিকেট বোর্ড। কারণ ক্যারিবীয়দের পেস ইউনিটের অন্যতম ভরসার নাম তিনি।

এখন পর্যন্ত ১১ টেস্টে খেলে ২১.৬৬ গড়ে ৫১ উইকেট নিয়েছেন শামার জোসেফ। শুরুটা করেছিলেন ২০২৪ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকেই ৫ উইকেট নিয়ে। শামারের পরিবর্তে ভারত সফরে ডাক পেয়েছেন জোহান লেইন। ২২ বছর বয়সি এই পেস বোলিং অলরাউন্ডার ১৯ প্রথম শ্রেণির ম্যাচে ২২.২৮ গড়ে ৬৬ উইকেট নিয়েছেন। পাশপাশি ব্যাট হাতে ৪৯৫ রান করেছেন।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে ‍দুইটি চার দিনের ম্যাচ খেলেছেন লেইন। যেখানে চতুর্থ ইনিংসে ৬২ রানের ইনিংস খেলার পাশাপাশি একটি উইকেটও নিয়েছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজ একাডেমির হয়ে সাফল্য আছে তাঁর। সবশেষ টুর্নামেন্টে ৬ ম্যাচে ২৭ উইকেট নিয়েছিলেন ১৫.৮৮ গড়ে। গত মাসে পাকিস্তান সিরিজে ডাক পেলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়নি লেইনের।

আলজারি জোসেফ, জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপের সঙ্গে পেসার হিসেবে যোগ দেবেন তিনি। এ ছাড়া স্কোয়াডে আছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভসও। স্পিনে জোমেল ওয়ারিকানের সঙ্গে আছেন খেরি পিইরি ও অধিনায়ক রস্টন চেজ। ২ অক্টোবর শুরু হবে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। ১৪ অক্টোবর সিরিজটি শেষ হওয়ার কথা রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *