বাউয়েটে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ | দৈনিক নয়া দিগন্ত

Google Alert – আর্মি

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে সামার সেমিস্টার-২০২৫ এর ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) কলোজিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের অগ্রজ শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে বরন করে নেয়।

প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তোলার জন্য নবাগতদের হাতে ১ম সেমিস্টারের প্রয়োজনীয় মহামূল্যবান বই তুলে দেন।

অনুষ্ঠানটিকে আনন্দঘন, স্মরণীয় করে রাখার এবং সকল জড়তা কাটানোর জন্য আটটি বিভাগের নবীনদের সাথে তিনি আইসব্রেকিং অনুষ্ঠানে অংশ নেন।

আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম কবির হোসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অগ্রজদের পক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নাসিম তন্ময় ও সিএসই বিভাগের নবাগত শিক্ষার্থী মোছা: সামিহা জাহান।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্ট, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *