বাকেরগঞ্জে বৃদ্ধকে হেনস্তা ও লাঞ্ছনা, থানায়

Bangla News

বরিশালের বাকেরগঞ্জে এক বৃদ্ধকে প্রকাশ্যে লাঞ্ছনা ও হেনস্তা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরার পর ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

 

ঘটনার ভিডিও বৃহস্পতিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।


 

জানা গেছে, গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লাল মিয়া হাওলাদার (৭০) একই এলাকার বাসিন্দা। তিনি বুধবার দুপুরে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হাসাননগর মাদরাসা সংলগ্ন একটি রাস্তার উন্নয়ন কাজে বালু ফেলার খরচ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছিল। এসময় লাল মিয়া ও আব্দুর রশিদ হাওলাদারের মধ্যে তর্কাতর্কি হয়, যা পরে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মীমাংসা করা হয়।

 

বিকেলের এই ঘটনার জেরে সন্ধ্যায় লাল মিয়া হাওলাদার বাড়ি ফেরার পথে পূর্ব কৃষ্ণনগরের ওহাব মুসল্লির বাড়ির সামনে হামলার শিকার হন।

 

বৃদ্ধের অভিযোগ সূত্রে জানা গেছে, রেকসোনা ও নুরবানু নামে দুই নারী ঝাড়ু দিয়ে তাকে মারধর করে। পরে তাদের স্বজন সাজিম তার মাথার টুপি খুলে পলিথিনে রাখা মলমূত্র ঢেলে অপমানজনক আচরণ করে।

 

বৃদ্ধ লাল মিয়া হাওলাদার স্থানীয় সাংবাদিকদের কাছে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায়বিচার চেয়েছেন।

 

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এরই মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বৃদ্ধকে অপমান ও নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  

এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *