বাঘাইছড়িতে অতিবৃষ্টির ফলে পানিবন্দি হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে পানিবন্দি হয়ে পড়া অর্ধশতাধিক হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর বাঘাইহাট জোনের ব্যবস্থাপনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা। তাঁর নেতৃত্বেই দুর্গত পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাঈম খন্দকার, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। আমরা দল-মত, জাতি-ধর্মের উর্দ্ধে উঠে মানুষের নিরাপত্তা ও সেবায় অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের দুর্যোগে সেনাবাহিনীর পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী বলেন, “বন্যা ও টানা বৃষ্টিতে আমরা এক বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম। সেনাবাহিনীর এই উদ্যোগ আমাদের অনেকটা স্বস্তি এনে দিয়েছে। সাধারণ মানুষ সেনাবাহিনীর পাশে থাকায় নিজেদের নিরাপদ মনে করছে।”

স্থানীয় বাসিন্দা ও ত্রাণ সহায়তাপ্রাপ্ত মো. মোস্তাকিন বলেন, “আমার ঘরে তিন দিন চুলা জ্বলেনি। সেনাবাহিনীর লোকজন যখন খাবার আর শুকনো জিনিস নিয়ে বাড়ি বাড়ি পৌঁছাল, মনে হলো আমরা এই দুঃসময়ে একা না।”

প্রসঙ্গত, পাহাড়ি দুর্গম এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *