বাঘাইছড়ির পাহাড়ে সেনা অভিযানে ইউপিডিএফ আস্তানা ধ্বংস

Google Alert – সেনা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকার দুর্গম পাহাড়ে ইউপিডিএফ (United People’s Democratic Front)-এর একটি সশস্ত্র আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় সেনা সদস্যদের সঙ্গে ইউপিডিএফ সদস্যদের গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।



 



মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের তথ্য জানায়। তারা জানায়, এখনো অভিযান চলছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

 



অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি একে-৪৭ রাইফেল, তিনটি দেশীয় বন্দুক, একটি দেশীয় পিস্তল, একটি একে-৪৭ ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি কার্তুজ, ৪২টি খালি কার্তুজ, চারটি ওয়াকিটকি সেট ও ব্যাটারি, একটি অ্যামুনিশন পাউচ, এবং একটি জিপিএস ডিভাইস।



 



এছাড়া উদ্ধার করা হয়েছে তিনটি কলম আকৃতির গোপন ভিডিও ক্যামেরা, দুটি বোতাম আকৃতির গোপন ক্যামেরা, একটি চশমা, ‘ইউপিডিএফ লং লাইভ’ লেখা পাঁচটি আর্মব্যান্ড, ইউপিডিএফের তিনটি পতাকা, বিভিন্ন ধরনের ১০টি বই এবং চাঁদা আদায়ের দুটি রশিদ বই।



 



আইএসপিআরের তথ্যমতে, অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জাম ও তথ্য থেকে অনুমান করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত সশস্ত্র অবস্থানের কেন্দ্র ছিল। সেনাবাহিনীর এ ধরনের অভিযান পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।




Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *