Kalbela News | RSS Feed
রাঙ্গামাটির বাঘাইছড়িতে টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ধসে সড়কে মাটি জমে যাওয়ায় খাগড়াছড়িসহ সারা দেশের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রোববার (৩ আগস্ট) সকাল পাহাড়ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, গত রাত থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটিধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ছোট বড় সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ভারি বর্ষণে সড়কের বেশকিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পড়েছে। চলতি মৌসুমে কয়েকবার এমন ঘটনা ঘটেছে। সড়ক বিভাগে জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।