বাঘাইছড়ি কাউন্সিলে হিল উইমেন্স ফেডারেশন – হিল ভয়েস

হিল ভয়েস

হিল ভয়েস, ১৫ ডিসেম্বর ২০২৪, রাঙ্গামাটি: আজ (১৫ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলায় অনুষ্ঠিত হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি থানা শাখার ২য় কাউন্সিল ও সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ তাদের আলোচনায় পশ্চাৎপদ চিন্তা থেকে বেরিয়ে এসে জাতীয় মুক্তির আন্দোলনে জুম্ম নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ির পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি লক্ষী মালা চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি পিয়েল চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখা র সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙ্গামাটি জেলা কমিটির তথ্য, প্রচার, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাঞ্চনা চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি থানা কমিটির সদস্য রাহিনী চাকমা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অধিকাংশ নারী এখনো সামন্তীয় চিন্তা ও ব্যবস্থা তথা পুরুষতান্ত্রিক ব্যবস্থার দ্বারা নিপীড়নের শিকার। অপরদিকে বিজাতীয় শাসন-শোষণ ও নিপীড়নে জুম্ম নারীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা, সহিংসতা ও বৈষম্যের শিকার হচ্ছে। যার কারণে নারীরা বর্তমান সময়ে শিক্ষিত হয়েও পশ্চাৎপদ চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারছে না, পারছে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। ধর্ষণ, অপহরণের মতো জঘন্য সহিংসতার শিকার হচ্ছে পাহাড়ের নারীরা।

বক্তারা আরো বলেন, অতীতের তুলনায় এখন নারীদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। সেই অনুযায়ী একটু হলেও নারীরা সচেতন হয়েছে, বুঝতে শিখছে। আর অনেক উন্নত রাষ্ট্রে নেতৃত্বও দিচ্ছে। তবে তারা সামাজিক-সাংস্কৃতিকভাবে সচেতন হলেও রাজনৈতিকভাবে এখনো সচেতন হতে পারেননি।

বক্তারা আরো বলেন, বর্তমানে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। এখানে একদিকে যেমন উগ্র-বাঙালি জাতীয়তাবাদের তীব্র আগ্রাসন, অন্যদিকে শাসক গোষ্ঠী কর্তৃক ‘ভাগ কর শাসন কর’ নীতির ভিত্তিতে জাতিগত বিভাজন সৃষ্টি, নির্বিচারে সাধারণ জুম্ম জনগণের উপর প্রতিনিয়ত সন্ত্রাসী তকমা দিয়ে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন করা সহ নানা কর্মকান্ড চলমান রয়েছে। যার কারণে পাহাড়ে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। আর এখান থেকে উত্তরণে জন্য পুরুষের পাশাপাশি নারীদেরও জাতীয় মুক্তির আন্দোলনে এগিয়ে আসতে হবে।

আলোচনার শেষে আরণি চাকমাকে সভাপতি, শিউলি চাকমাকে সাধারণ সম্পাদক ও ভূমিকা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি থানা শাখার নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটি তথ্যও প্রচার সম্পাদক কাঞ্চনা চাকমা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *