বাঘাইছড়ি জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয় 

সোমবার (১ সেপ্টেম্বর) রূপকারী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাঘাইছড়ি উপজেলা শাখা উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক অলক বিকাশ চাকমা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুল সামাদ ও সদস্য সচিব নাছির উদ্দিন, বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক নবির হোসেন, পৌর তাতীদলের সভাপতি খিজির আহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার বিন নাছির রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি কর্মী মো: শাহ আলম এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কাচালং সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নাঈম উদ্দিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক বিপাসু চাকমা, উপজেলা কৃষক দলের সদস্য মিহির চাকমা, রূপকারী ইউনিয়ন বিএনপি কর্মী আলো বিকাশ চাকমা, সাজেক ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি খুকু মনি চাকমা, খেদারমারা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রমিত কুমার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বাহারী বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ, তিনি বলেন বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেক পরিবারের জন্য রেশন কার্ড করে দেয়া হবে এবং সকল সুযোগ সুবিধায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে অগ্রাধীকার দেয়া হবে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার জন্য ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ভোট দিতে হবে।

আর এইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *