হিল ভয়েস
হিল ভয়েস, ২ মে ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় চুক্তিবিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের কর্তৃক যাত্রীবাহী এক গাড়ির বাঙালি চালক মারধরের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া গাড়িটিও ভাঙচুরের শিকার হয়।
গতকাল (১ মে) বিকাল আনুমানিক ৫টার দিকে রাঙ্গামাটি হতে দীঘিনালা হয়ে বাঘাইছড়ি যাওয়ার পথে বাঘাইহাট এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গাড়ির চালকের নাম মো: জিন্নাত আলী (৩২) বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রীর ধারণা, চাঁদা আদায়কে কেন্দ্র করে এবং ঐ সড়কপথে সংঘাত উস্কে দিয়ে অচলাবস্থা সৃষ্টির লক্ষেই ইউপিডিএফ এই কাজ করেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাঙ্গামাটি শহর থেকে যাত্রীবাহী উক্ত গাড়ি রওনা দিয়ে দীঘিনালা অতিক্রম করে বিকাল আনুমানিক ৫টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় পৌঁছলে ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল গাড়িটি আটকায়। এরপর তারা গাড়িতে থাকা সকল যাত্রীকে নামতে বাধ্য করে। এক পর্যায়ে তারা গাড়ির চালককে বেধড়ক মারধর করে এবং গাড়িতে ভাংচুর চালায়। এতে যাত্রীরা বিপাকে পড়ে যায়।
যাত্রীরা বাধ্য হয়ে অন্য একটি গাড়ি ভাড়া করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
পরে ইউপিডিএফ সন্ত্রাসীরা গাড়ির চালককে ছেড়ে দিলেও গাড়িটি তাদের হেফাজতে জব্দ করে রাখে বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রীর তথ্য মতে, গাড়িটি সন্ত্রাসীরা আটকালে গাড়ির চালক ভদ্রতার সাথে বলেন, ‘দাদা গাড়িতে অনেকজন যাত্রী। আমাকে যেতে দিন। আপনাদের যা দেওয়া লাগে আমি সমিতিতে দিয়ে দিয়েছি। তাই যদি কোন বিষয়ে কথা বলার থাকলে আপনারা সমিতির দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা বলুন।’
যাত্রীটি আরো বলেন, তবুও ইউপিডিএফ সদস্যরা গাড়ি আটকিয়ে রাখে এবং এক পর্যায়ে তারা চালককে কিল-ঘুষি মারে। এক পর্যায়ে সেখানে থাকা এক যাত্রী প্রশ্ন করেন যে, কেন গাড়ি আটকানো হয়েছে? সন্ত্রাসীরা জবাব দেন যে, তাদের সমিতির গাড়ি সাজেকে নেওয়া হয়েছে। তাই তাদের উপর মহলের নির্দেশে তারা দায়িত্ব পালন করছেন।