Google Alert – সেনাবাহিনী
রাঙামাটির বাঘাইহাট উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ইউপিডিএফ (প্রসিত খিসা) সন্ত্রাসীদের গোপন আস্তানায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এই অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, অভিযানে সেনাবাহিনী একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। অপারেশন এখনও চলমান রয়েছে।
আইএসপিআর-এর এক বিবৃতিতে বলা হয়, “রাঙামাটির বাঘাইহাটে ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। অপারেশন অব্যাহত রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।”
পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চলে ইউপিডিএফসহ একাধিক আঞ্চলিক গ্রুপ দীর্ঘদিন ধরে সক্রিয়। এর আগে বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর অভিযানে এসব সন্ত্রাসীদের আস্তানা শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।
এদিকে ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।