CHT NEWS
বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
“প্লাস্টিক-পলিথিনমুক্ত দেশ গড়তে এগিয়ে আসুন” শ্লোগানে বাঘাইছড়িতে সপ্তাহব্যাপি
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পরিবেশ রক্ষা কমিটি ও সচেতন ছাত্র-যুব সমাজ।
আজ মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর ২০২৪) সকাল ৮টায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার
পরিষ্কারের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করা হয়।
কর্মসূচি শুরুতে বাবুধন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন,পরিবেশ রক্ষা কমিটির
পক্ষে সাজেক ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, সচেতন ছাত্র যুব সমাজের পক্ষে প্রদীপ
চাকমা ও বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. নাজিম। এতে আরো উপস্থিত ছিলেন ৪
,৫, ৬নং ওয়ার্ডের নারী সদস্যা সুমিতা চাকমা ও বিভিন্ন গ্রামের ছাত্র-যুব প্রতিনিধিবৃন্দ।
দয়াধন চাকমা বলেন, আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার
কোন বিকল্প নেই। প্লাস্টিক-পলিথিন পরিবেশের ক্ষতি করে। সেজন্য পরিবেশ সম্পর্কে আমাদের
সকলের সচেতন হতে হবে। পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক-পলিথিন যত্রতত্র না ফেলে নির্দিষ্ট
স্থানে ফেলে তা ধ্বংস করতে হবে।
প্রদীপ চাকমা বলেন, যদি সুস্থভাবে জীবন-যাপন করতে চাই তাহলে দুষণ মুক্ত দেশ-সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্র-যুব সমাজকে এ নিয়ে জনসচেতনতামূলক কাজ করতে হবে।
বাঘাইহাট বাজার পরিষ্কার অভিযানের উদ্যোক্তাদের ধন্যবাদ জনান বাজার পরিচালনা
কমিটির সভাপতি মো. নাজিম। তিনি বলেন, পরিবেশ রক্ষা কমিটি ও সচেতন ছাত্র-যুব সমাজের
প্রতি আমরা বাজার কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের বাজারে সকল ব্যবসায়ীদের
অবশ্যই পরিবেশ সম্পর্কে আরো সচেতন হতে হবে। পরিবেশ রক্ষার্থে আগামীতে যাতে প্লাস্টিক-
পলিথিনসহ পরিবেশ ক্ষতিকার পদার্থ যত্রতত্র না পেলে নির্দিষ্ট স্থানে ফেলে সেগুলো পুড়িয়ে
ধ্বংস করা হয় সেজন্য সকলের প্রতি অনুরোধ করছি।
বাঘাইহাট বাজার পরিষ্কার অভিযানে এলাকার শিক্ষার্থী, যুবক-যুবতীসহ শিশু-কিশোরাও
অংশগ্রহণ করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।