Sarabangla | Breaking News | Sports | Entertainment
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় তিনজনের হেফাজত থেকে পাঁচটি গুইসাপ উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে গুইসাপ শিকারের দায়ে তিনজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ জুন) রাতে উপজেলার কেশুয়া এলাকার সৈয়দ বাজারে বন বিভাগের কর্মকর্তাদের অভিযানে তিনজনকে গুইসাপসহ আটক করা হয়। এর পর তাদের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আটক তিনজন হলেন- মং ওয়াই মারমা (৫০), মং হ্লা অং মারমা (৪৮) ও পাই মং থুই মারমা (৪৫)। তাদের বাড়ি বান্দরবান জেলায়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার করা গুইসাপ গুলোর মধ্যে দুটি পূর্ণ বয়স্ক এবং বাকি তিনটি আকারে ছোট। এর মধ্যে একটির বয়স মাত্র তিন থেকে চার মাস। তিনজন চন্দনাইশের বরমা এলাকা থেকে গুইসাপগুলো ধরেন। এরপর তারা সেগুলো বাজারে নেন বিক্রির জন্য। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
চন্দনাইশের সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানিয়েছেন, আটক তিনজনকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৪ (খ) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গুইসাপগুলো পটিয়া উপজেলার শ্রীমাই বনে ছেড়ে দেওয়া হয়েছে।