বাণিজ্য উপদেষ্টার আগমনে শুক্রবারেও খোলা দুই বিদ্যালয়

চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের জয়পুরহাট সফর নিয়ে জেলাজুড়ে তীব্র সমালোচনা চলছে।

জানা যায়, উপদেষ্টার আগমন উপলক্ষে ছুটির দিন শুক্রবারও জয়পুরহাটের দুটি বিদ্যালয় খোলা রাখা হয়। ফলে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষক-কর্মচারী বন্ধের দিনও বিদ্যালয়ে আসতে বাধ্য হন। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।

এছাড়া উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আওয়ামী লীগের সাবেক এমপি ও তার শ্বশুরের কবর জিয়ারত করেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫২ মিনিটে হেলিকপ্টারযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি।

সরেজমিনে দেখা যায়, হেলিকপ্টার থেকে নেমে তিনি জয়পুরহাট-ঘ ১১-০০৩২ নম্বরের একটি সরকারি গাড়ি নিয়ে দুপুর ১টা ৩ মিনিটে বগুড়ার দুপচাচিয়া উপজেলার মর্তুজাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েত শরীফে পৌঁছান। সেখানে জুমার নামাজ আদায় শেষে তার শ্বশুর
আওয়ামী লীগ থেকে নির্বাচিত জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।

পরে দুপুর ১টা ৫০ মিনিটে তিনি আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হিমাগার লিমিটেডে মধ্যাহ্নভোজ করেন। বিকেল ৫টা পর্যন্ত ওই হিমাগারে অবস্থান করার পর ৫টা ১২ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন উপদেষ্টা।

সাংবাদিকরা এ সফরের বিষয়ে প্রশ্ন করলেও তার সদুত্তর দেননি শেখ বশিরউদ্দীন। তবে হেলিকপ্টারে ওঠার সময় তিনি বলেন, ২০ বছর পর শ্বশুরবাড়িতে আসা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের মেয়ের জামাই বর্তমান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন জানান, হেলিকাপ্টার অবতরণ ও উড্ডয়নের স্থান স্কুলে হওয়ায় স্কুল খোলা রাখা হয়েছে। তিনি যাওয়ার সময় আমরা স্কুলের উন্নয়ন ও মাঠ সংস্কারের জন্য আবেদন করেছি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *