বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতে মুসল্লিদের ঢল

RisingBD – Home

প্রকাশিত: ১২:৪৪, ৩১ মার্চ ২০২৫  
আপডেট: ১২:৪৭, ৩১ মার্চ ২০২৫

প্রথমবারের মতো এবার পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।  


বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। 

জামাতে ইমামতি করেন কারী গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহাম্মদ আল-আযহারী।

ঈদের জামাতের জন্য পুরাতন বাণিজ্যমেলার মাঠে প্রায় ৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেল করা হয়। প্যান্ডেলের বাইরেও নামাজ আদায়ের জন্য কার্পেট বিছানো হয়। প্যান্ডেলের ভেতরে দক্ষিণ পাশে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল। সেখানে নারীরা নামাজে অংশ নেন।

মাঠে প্রবেশের জন্য বিভিন্ন অংশে ছয়টি ফটক ছিল। ফটকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্যান্ডেলের দুই পাশে একসঙ্গে ১০০ জন পুরুষ ও ৫০ জন নারীর অজু করার ব্যবস্থা ছিল। মাঠের বিভিন্ন জায়গায় খাওয়ার পানির ট্যাংক ছিল। ঈদ জামাতের জন্য মোট ১৪ পেয়ার সাউন্ড সিস্টেম ও ১০০ মাইক ব্যবহার করা হয়। জামাতে অংশ নিতে যারা ব্যক্তিগত যানবাহনে এসেছেন, তাদের গাড়ি রাখার জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, পরিকল্পনা মন্ত্রণালয় কিংবা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে জায়গা রাখা হয়।

ঈদের জামাত শেষে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আহত, নিহত ও বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

ঈদ জামাত শেষে সকাল ৯টায় সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। মিছিলটি আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

নগরবাসীর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বর্ণাঢ্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ঢাকা/এএএম/ইভা 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *