Google Alert – সেনাবাহিনী
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে গতকাল বুধবার এক বর্ণাঢ্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।
এই কর্মসূচির আওতায় গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানে সহায়তার জন্য সেলাই মেশিন প্রদান, দুর্গম একটি পাড়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সাবমার্সেবল পাম্প স্থাপন, গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়।
এছাড়া, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে ইয়ং স্টার ফুটবল একাডেমিকে খেলাধুলার বিভিন্ন সামগ্রী, অসুস্থদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ ও স্টিলের আলমারিও প্রদান করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের জনকল্যাণমূলক মানবিক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করবে এবং ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।