Google Alert – সেনাবাহিনী
বান্দরবানে পাহাড়ি স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২:১৭ পিএম আপডেট: ২০.০৮.২০২৫ ১২:৪৩ PM
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে সেনাবাহিনীর সহযোগিতার পাইন্দু ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা ক্যহ্লাওয়াং মারমা (২৬), উহাইসিং মারমা (২২) ও ক্যসাইওয়াং মারমা (২৩)। এঘটনায় জড়িত ধর্ষণকারী চহাই মার্মা (২১) ও ক্যওয়াংসাই মার্মা (২২)।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পাইন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাইন্দু হেডম্যান পাড়ায় পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে এক মাস ধরে ওই পাড়ার পাঁচ যুবক ভয়-ভীতি দেখিয়ে ক্রমাগত ধর্ষণ করে আসছিলেন। প্রথমে এক বন্ধু ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে বিষয়টি অন্যদের জানান। পরে ওই পাঁচ বন্ধু মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করতে থাকেন।
তিনি আরও জনানা, পরে মেয়েটি পরিবারকে জানালে মঙ্গলবার ঘটনাটি নিয়ে ওই পাড়ায় সামাজিক বিচার বসে। সেখানে পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মারমা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা গংবাসে মারমা অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় প্রতিবাদের ঝড় উঠে।
বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, রাতেই সেনাবাহিনীর সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানা তিনি।
স্বদেশ প্রতিদিন/এমএম