Google Alert – পার্বত্য অঞ্চল
বান্দরবানে বাজার ফান্ডের তৌজিভুক্ত জমির বন্দোবস্ত/লিজ ১০ বছর থেকে ৯৯ বছরে উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে-তৌজিভুক্ত জমির লিজ ৯৯ বছরে উন্নীতকরণ, ব্যাংক ঋণের বাধা দূরীকরণ, বহুতল ভবনের অনুমতি, হস্তান্তর প্রক্রিয়া সহজকরণ ও কর যৌক্তিককরণ। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল হকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, ২০১৯ সাল পর্যন্ত বাজার ফান্ডভুক্ত জমির বিপরীতে ব্যাংক ঋণ পাওয়া যেত।
বর্তমানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের অলিখিত দ্বন্দ্বে তা বন্ধ রয়েছে। ফলে স্থবির হয়ে পড়েছে গৃহনির্মাণ, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং অর্থনৈতিক অগ্রগতি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনিক জটিলতায় প্রায় ১৭টি ব্যাংক নতুন ঋণ বা নবায়ন দিচ্ছে না, যার ফলে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশীদ বলেন, বাজার ফান্ডভুক্ত এলাকায় অর্থনৈতিক চাকা ঘুরাতে হলে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত ও ব্যাংক ঋণ নিশ্চিত করা জরুরি।