বান্দরবানে শিক্ষা কর্মকর্তার পদায়ন বাতিল দাবি

Google Alert – পার্বত্য অঞ্চল

সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে বান্দরবানে পদায়ন বাতিলের দাবিতে রোববার মানববন্ধন করেছে আদিবাসী ছাত্রসমাজ। এসময় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি উশৈহাণ্ড মারমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষার্থী লাবনী তঞ্চঙ্গ্যা, এডিশন চাকমা, শিমুল তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খেয়াংসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা। এসময় তারা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন বাতিলের দাবি জানান। বক্তারা বলেন, বান্দরবান একটি সম্প্রীতির ও পর্যটন জেলা। এখানে কেন প্রতিবার বিভিন্ন জেলায় নানা অপরাধে জড়িত ব্যক্তিদের শাস্তিযোগ্য বদলি করা হবে। তার মানে কি এ জেলায় সব কর্মকর্তারা নানাভাবে অপরাধী, নাকি এই জেলার কর্মকর্তারা অন্যজেলার অপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা। উল্লেখ্য, ২৩ জুলাই নিজ আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিররুজ্জামান খানের বিরুদ্ধে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *