বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র উদ্ধার

Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কমান্ডারসহ দুই কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআরের) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিন ভোর রাতে উপজেলার পলিপ্রাংশা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমায় গত ৪৮ ঘণ্টা ধরে সেনাবাহিনীর অভিযান চলছে। এরই অংশ হিসেবে গতকাল ২ জুন রাত ৯টার দিকে সেনাবাহিনীর ৩৬ বীর রুমা জোন সদরের নেতৃত্বে ৩টি টহল দল প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও যানবাহনসহ রুমা বাজার ক্যাম্প হতে আনুমানিক ২ কি.মি. পূর্বে লাইরুনপি পাড়া টিওবির উদ্দেশ্যে যায়।

এ সময় গোয়েন্দা সূত্রগুলো সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। ফলে একই সময়ে মুন্নাম পাড়া ক্যাম্প থেকে আরও একটি একটি টহল দল পলিপ্রাংশা অভিমূখে বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে পলিপ্রাংশা ও মুয়ালপি পাড়ার মধ্যবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে কেএনএফের সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনীর অভিযানে কিছু সন্ত্রাসী পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দুইজন কেএনএ সদস্য নিহত এবং একজন কেএনএ সদস্য গুরুতর আহত হয় মর্মে প্রাথমিকভাবে জানা যায়। নিহত একজন কেএনএ’র মেজর পর্যায়ের কমান্ডার বলে ধারণা করা হচ্ছে।

এ সময় ঘটনাস্থল থেকে তিনটি এসএমজি, একটি চাইনিজ রাইফেল, বিপুল পরিমাণ গুলি, গুলির পাউচ, সামরিক পোশাক, ওয়াকিটকি, মোবাইল ফোন ও বেশ কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত রাইফেলটি ব্যাংক ডাকাতির সময় পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রগুলোর একটি। উক্ত এলাকায় অভিযান এখনো চলমান রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *