বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান, ৩৭ লাখ টাকা জরিমানা

Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ২৩:২৬

পরিবেশ অধিদফতর

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে মোট ৩৭ লাখ ৩২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, অবৈধ পলিথিন ও খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদফতর দেশের বিভিন্ন স্থানে সাতটি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে ১২টি অবৈধ ইটভাটা থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং আটটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।

এদিকে পলিথিনবিরোধী অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি পরিবহণ থেকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখার কারণে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে দু’টি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমনের অপরাধে দু’টি মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং আরেকটি প্রতিষ্ঠানের মালিককে এক মাসের কারাদণ্ড প্রদানসহ কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয়।

২ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত পরিবেশ অধিদফতরের মোবাইল কোর্ট অভিযানগুলোতে মোট ২৪টি মামলা দায়ের করে ১ কোটি ৩২ লাখ ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ২১টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

অভিযান
জরিমানা
বায়ুদূষণ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *