Bangla Tribune
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধবস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও পর্যন্ত ভর্তি আছেন ৪০ জন। তাদের মধ্যে ক্রিটিক্যাল রোগী আছেন পাঁচ জন।
শুক্রবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
পরিচালক বলেন, ‘এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে পাঁচ জন ক্রিটিক্যাল রোগীর পাশাপাশি সিভিয়ার গ্রুপে আছে ১০ জন। আর ইন্টারমেডিয়েট পর্যায়ে আছে ২৫ জন। ২৫ জনের মধ্যে ১৫ জনকে আমরা কেবিনে শিফট করেছি। একটি ভালো খবর হলো, যারা ভেন্টিলেশনে আছেন তাদের মধ্যে দুজন সজাগ আছেন এবং নিজেরা নিঃশ্বাস নিতে পারছেন। যদিও আমরা দুজনকে হারিয়েছি, কিন্তু কাল থেকে আজকের মধ্যে এই উন্নতির জায়গাটা আমরা পেয়েছি।’
তিনি বলেন, ‘আজকের দিনটা ভালো মতো দেখে আগামীকাল (শনিবার) আমাদের প্ল্যান আছে যে, চার থেকে পাঁচ জন রোগীকে আমরা ছুটি দিয়ে দিবো। পরবর্তী সময়ে আরও কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশাবাদী।’