প্রথম আলো
ইরানের যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছ থেকে। বুধবারের বক্তৃতায় তিনি বাশারের পতনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তথা ‘জায়নবাদী সরকারকে’ দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘সিরিয়ায় যা ঘটেছে, তা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রের ফসল। এটা নিয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়।’
সাম্প্রতিক ঘটনার জন্য খামেনি ‘সিরিয়ার একটি প্রতিবেশী’ দেশকেও দায়ী করেছেন। বাশারের পতনে দেশটির ‘সুস্পষ্ট ভূমিকা’ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে তিনি দেশটির নাম উল্লেখ করেননি।
সিরিয়ার সঙ্গে সীমান্ত থাকা দেশগুলো হলো ইরাক, ইসরায়েল, জর্ডান, লেবানন ও তুরস্ক। এসব প্রতিবেশীর মধ্যে তুরস্ক দীর্ঘদিন ধরে বাশারকে উৎখাতে বিদ্রোহীদের নানা অংশকে সমর্থন দিয়ে আসছে