বাসে মিলল ৬২ লাখ টাকার হেরোইন-কোকেন

Bangla News

নীলফামারী: নীলফামারীতে যাত্রীবাহী বাস থেকে ৯৭০ গ্রাম হেরোইন ও ৮৬০ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  


বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলের অদূরে সড়কে চেক পোস্ট বসিয়ে এসব মাদক জব্দ করে নীলফামারী ব্যাটালিয়নের (বিজিবি-৫৬) সদস্যরা।


বিজিবি-৫৬ নীলফামারী ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  


সংবাদ সম্মেলনে বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী-সৈয়দপুর সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে ডোমার থেকে সৈয়দপুরগামী যাত্রীবাহী বিসমিল্লাহ পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসে মালিকবিহীন অবস্থায় ৯৭০ গ্রাম হেরোইন ও ৮৬০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬২ লাখ ৪০ হাজার টাকা। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।  


সংবাদ সম্মেলনে বিজিবি-৫৬ নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *