বিআইডব্লিউটিসিতে নৌ পর্যটন অংশীজনদের সভা

Google Alert – পার্বত্য অঞ্চল

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো: সলিম উল্লাহ বলেছেন, পর্যটন শিল্প বিকাশে বিআইডব্লিউটিসির ক্রুজ জাহাজ ব্যবহার করে সমুদ্রযাত্রা, বিভিন্ন নদ-নদী, সুন্দরবন, হাওরাঞ্চল এবং পার্বত্য অঞ্চলের অপরূপ সৌন্দর্যের নদী, লেক ও উপত্যকার নৌপথে ওয়াটার বাস, বিশ্ব ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ও আধুনিক যাত্রীবাহী জাহাজগুলো পর্যটন বিকাশে ব্যবহার করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিআইডব্লিউটিসির জাহাজ এবং নৌপর্যটন শিল্পের সাথে জড়িত অংশীজনদের ব্যবসা এই দু’টিকে একত্র করে সম্মিলিতভাবে এগিয়ে গেলে এক দিকে জাতীয় সম্পদ জাহাজগুলোর ব্যবহার হবে অন্য দিকে নৌ পর্যটনে সংশ্লিষ্টরাও ব্যবসা বাণিজ্যে লাভবান হতে পারবেন। তিনি গতকাল বিআইডব্লিউটিসির সম্মেলন কক্ষে বিআইডব্লিউটিসির ৩টি কোস্টাল ক্রুজার শিপ পরিচালনার বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় ‘সম্ভাবনার নতুন দিগন্ত-আলোকিত সমুদ্রযাত্রা’ ট্রপিকে এ কথা বলেন। বিআইডব্লিউটিসি গৃহীত কর্মসূচি বিষয়ে উপস্থিতিদের মধ্যে মতবিনিময় করেন, বিআইডব্লিউটিএর উপপরিচালক এস এম সাজ্জাদুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানেজার এ এন এম মোস্তাদুত দস্তগীর, ট্যুর অপারেটর অব বাংলাদেশের (টুআব) প্রেসিডেন্ট মো: রাফিউজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো : বোরহান উদ্দিন, হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ের ম্যানেজার সেলস সালমান আহমেদ, রেডিসন ব্লুজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস মাসুম ইবনে সাফিজ, গ্রিন হলিডে ট্যুরের সিইও বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন, বিআইডব্লিউটিসির পরিচালক বাণিজ্য এস এম আশিকুজ্জামান। বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন পরিচালক অর্থ ও কারিগরি ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক প্রশাসন শেখ মু নাসিম, চিফ ইঞ্জিনিয়ার মো: জিয়াউল ইসলাম, প্রেজেন্টেশন করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আবুল আহসান শাওন। শুরুতে কুরআন তেলাওয়াত করেন ইমাম মাওলানা ওমর ফারুক। বিজ্ঞপ্তি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *