বিএনপির ফখরুলের উপদেষ্টাদের সততায় পূর্ণ আস্থা প্রকাশ

Google Alert – সামরিক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (৯ আগস্ট) রাতে গণমাধ্যমে বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে। তিনি একটি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন, যেখানে নাম না করে একজন সাবেক সচিব দাবি করেছেন যে আটজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িত।

 

ফখরুল বলেন, ‘আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স। এটার সঙ্গে আমাদের (বিএনপি) কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের ওপরে আস্থা রাখি। তাদের ইনটিগ্রেটির ওপরে আমরা আস্থা রাখি।’

 

তিনি আরও বলেন, ‘যদি ওই সাবেক সচিব এমন কথা বলেন, সেটা তার ব্যক্তিগত মতামত, এবং এর দায় তার নিজের। বিএনপির সঙ্গে এর কোনো যোগ নেই।’

 

এর আগে একই দিনে ঢাকা বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনের সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অন্তত আটজন উপদেষ্টার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার কাছে দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তবে তিনি কোনো নাম প্রকাশ করেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *