বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ২২টি রাজনৈতিক দল ঐক্য থাকার বিষয়ে একমত

চ্যানেল আই অনলাইন

দেশের এই ক্রান্তিলগ্নে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির মধ্যে একতার প্রয়োজন এবং বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২২টি রাজনৈতিক দল ঐক্য থাকার বিষয়ে একমত হয়েছে, বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

সোমবার ১ সেপ্টেম্বর রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠক শেষে একথা বলেন তিনি।

রাশেদ খান জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হওয়ার সুযোগ নেওয়ার চেষ্টা করে দেশকে অস্থিতিশীল করছে ফ্যাসিবাদী শক্তি।

দেশের সকল মানুষকে এক থাকার আহ্বান জানিয়ে রাশেদ বলেন, পুলিশ ও যৌথবাহিনীর নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এ বিষয়ক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে সবার কাছে নুরুল হক নুরের সুস্থতা কামনা করেন তিনি।

এছাড়া, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিগগিরই সব রাজনৈতিক দল কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সংহতি সমাবেশের আয়োজন করবে বলে জানান তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *