বিএসএফের হাতে বাংলাদেশি ৭ নাগরিক ও ভারতীয় ৩ দালাল আটক

jagonews24.com | rss Feed

পশ্চিমবঙ্গের নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার সংলগ্ন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে বাংলাদেশি সাতজন নাগরিক এবং ভারতীয় তিন দালালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অনুপ্রবেশকারী হিসেবে তাদের আটক করা হয়েছে।

বিএসএফের তথ্যানুযায়ী, গত ৬ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে ১৪৬ ব্যাটালিয়নের জলঙ্গি সীমান্ত ফাঁড়িতে টহলরত দলের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে ৬-৭ জন অনুপ্রবেশকারী সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে, যারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। জওয়ানরা তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং দুইজন অনুপ্রবেশকারীকে ধরে ফেলে। অন্যরা অন্ধকার এবং ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুজনই বাংলাদেশি নাগরিক এবং তাদের সঙ্গে আরও পাঁচজন বাংলাদেশি ছিলেন। যারা পালাতে সক্ষম হয়েছে। তারা সবাই ভারতের সীমান্তবর্তী গ্রাম মধুবানার একজন দালালের সাহায্য নিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। কিন্তু অতিক্রম করার সময় বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে।

এরপর ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে বাংলাদেশি আরও তিন নাগরি ও ভারতীয় তিন দালালকে আটক করে বিএসএফ। এসময় তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, কেনিয়া ও ইন্দোনেশিয়ার মুদ্রা জব্দ করা হয়।

ডিডি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *